নোলক পড়ে অমন শোলকবলা হয়ে চেয়ে থেকোনাতো
বড্ড অসুবিধে হয়।
সবচেয়ে বড় অসুবিধেটা হল
মস্তিষ্ক হৃদয়ের কাছাকাছি চলে আসতে চায়,
দুজনের ভাব হয়,
সেই আদান প্রদান এতো বেশী যে
মন ও মগজ দুটোই তোমায় চাইতে থাকে,
এভাবে দিন যাপন বেশ কষ্টের বটে।
মস্তিষ্কের সাথে যুদ্ধ করে বেশ আছি
ওখানেও তুমি ঢুকে গেলে
ঐ মানুষটার সংগে আর থাকতে দেবোনা কিন্তু
ঠিক আসতে হবে আমার বাড়ী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন