রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

অন্য কোথাও, অন্য কোনখানে








অন্য কোথাও
অন্য কোনখানে
দেখা হবে কোনোদিন
স্বপ্ননারীর সনে।
চাঁদহীন এক গভীর কালো রাতে
ফিনফিনে গাউনের মাঝে
অপার্থিব এক রূপবতী নারী
বলেছিল আনমনে,
সবুজ যুবক,
নিশ্চয়ই দেখা হবে
অন্য কোথাও
অন্য কোনখানে।
স্নান শেষে ভেজা চুল শুকোয়নি তখনো
গালের নরম ভাঁজে জলের রেখা ফুরোয়নি তখনো
চোখা ইলিশের মাথার মতন নরম কচি আঙুলে
স্পষ্ট অক্ষরে এসেছে লেখা,
হে সবুজ যুবক
দেখা হবে দেখে নিয়ো
অন্য কোথাও
অন্য কোনখানে।
অনেক দূরের থেকে সুবাস কি পেয়ে গেছে যুবক তাহার?
সদ্য স্নানের শেষে ভেজা জুঁইয়ের সাথে
মিলিয়েছে কি কোনভাবে।
ঘুটঘুটে কালো আকাশে এঁকেছে কি পূর্ণিমার চাঁদ?
নাকি ওই ফিনফিনে গাউনের
ছিপছিপে নারীর ছায়ায়
হারিয়েছে পথ?
বিভ্রান্ত যুবক,
রাত্রি দেখেনি আর
দেখেনি জোছনা বাহার
এক নারী দেখেছে
ছিপছিপে নারী
ফিনফিনে গাউনের ভিতর।

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন