রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

জীবনহীন জীবন










বারান্দায় দাঁড়ালেই অট্টালিকা
ঢেকে দিয়েছে আকাশটাকেও
চাঁদ কবে দেখেছি এখানে দাঁড়িয়ে
মনে পড়েনা আর
মাঝে মাঝে চুপি চুপি একটু খানি হাওয়া
লুকোচুরি খেলে চুলে কঠিন আসা যাওয়া
উর্দি পরা প্রহরী গুলো হাঁটাহাঁটি করে রাস্তায়
পীচ ঢালা কালো পথ ঘাস হীন অযত্ন অবহেলায়,
মেঝেতে বিছানো ছোট ছোট গাছগুলো
কখনো কি পেয়েছে দেখা অবারিত সবুজের?
পায়নি।
জীবন এখানে এমন।
মানুষ মানুষের থেকে দূরে,
গাছেরা গাছেদের থেকে দূরে।
হয়তো পাখিরা মিলে মিশে থাকে
হারিয়ে অজানায় উড়ে উড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন