বয়সটা চল্লিশ ছুঁই ছুঁই
কাছের সবকিছু কেমন দূর দূর
দূরের সবকিছু কত স্পষ্ট
তবে কী আমার ধীরে ধীরে দূর যেতে হবে
তোমাদের স্পষ্ট করে দেখবার জন্য ?
এটা কি ঈশ্বরের আভাস কোন ?
বিদায় নেবার একটি সিঁড়িতে পদার্পণ ?
তারপর আরো দূর , আরো দূর।
যত দূরে যাবে ততোই স্পষ্ট।
স্পষ্ট দেখার লোভে তবে কি একদিন
আমি আকাশের ওপারের আকাশে চলে যাবো?
তোমরা বলবে , এখন কত উন্নত জীবন
নিয়ে নাওনা একখানা প্লাস পাওয়ারের চশমা ?
এতো কেন ভাবছো তুমি ?
হেসে উঠলে তোমরা সবাই
সত্যিই হাসলে কি?
ধীরে ধীরে হাসির শব্দ গুলোও একদিন
অস্পষ্ট হয়ে যাবেনা তো ?
ভয় করে
বড় ভয় করে আমার ।
বয়সটা চল্লিশ ছুঁই ছুঁই
কাছের জিনিস চোখে কেবলই ফোটাচ্ছে সুঁই
একের অংক কেন দেখাচ্ছে দুই দুই
বয়সটা চল্লিশ ছুঁই ছুঁই।