শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭

কবি

যান্ত্রিক এই জীবনে
কতোটা আর কবি হওয়া যায়?
সুউচ্চ দালানে থাকি
মাঝে মাঝে জানলার ফাঁকে
আকাশে চোখ রাখি।
দেখি আমার দালানের চেয়ে উঁচু দালান
ছাদে উঠবো তবে?
আমার যে বড় ভয় ওসবে 
পঁচিশ তলার ছাদে উঠে
আকাশ না হয় পাবো
মাটির থেকে কত দূরে
কতোটা দূরে যাবো? 
আমার যে মাটির ঘ্রাণ ও চাই।
কেমন করে বল তবে কবি হওয়া যায়?
গাছের সাথে বলবো কথা
ঘর পেরিয়ে রাস্তায়
কালো ধোঁয়ার বাতাস আছে
সস্তায় বড় সস্তায়।
আমি না দেখি আকাশ
না পাই মাটি
কবিতা আমার 
হয়না আর খাঁটি ।
আমায় তোমরা লিখতে বল
ফুল, পাখি আর আকাশ
আমার বুকের গভীর কোণে 
আটকে আছে নিঃশ্বাস।
Like
Comment

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন