শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭

মেয়েটা

পৌষের শেষ যাত্রার সময় দেখা মেলে।
লম্বা ঘাসগুলো দেখে মাঝে মাঝে মনে হয়
একেকটা ফুল যেন
চুপচাপ শুয়ে আছে মাটির চত্বরে।
বাতাসের সাথে বাড়ে বুঝি ওরা?
কাল যখন দেখেছি মাথা ছুঁই ছুঁই ছিলোনা তো।
আজ কেমন আকাশ ছোঁয়ার সাধ জেগেছে।
ভাগ্যিস ঘাসগুলোর সংঘবদ্ধ হবার অভ্যেস নেই
নইলে কি হত কে জানে !
পৃথিবী ছাড়িয়ে কোথাও চলে যেত হয়তো।
এখানেই দেখেছিলাম কালো পাড়ের গোলাপী শাড়ী পড়া মেয়েটাকে।
এখানেই দীঘির ধারে লুকিয়ে জলের খেলা দেখছিল ।
একটু ময়লা রঙের মায়াবী মেয়েটা।
ময়লা রঙ বোঝো তো?
অনেক ভালোবাসা দিয়ে যখন কালো মেয়ের বর্ণনা দেয়া হয়।
তেমন মেয়েটা 
লুকিয়ে জলের খেলা দেখছিল।
জলের ভেতর ছোট মাছগুলো ভাসছিল 
আর ডুবছিল।
ডুবছিল
আর ভাসছিল।
কখনো সকালবেলার শিশিরভেজা ঘাসের সরল সৌন্দর্য
মন ভরিয়ে দিলে
আমার বড় বেশী মেয়েটার কথা মনে পড়ে।
ময়লা রঙের মায়াবী মেয়েটা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন