ফুলের সেদিন ইচ্ছে হল মেঘের কাছে যাবে
প্রজাপতি বলল হেসে পাখা কোথায় পাবে?
ফুল বললে পাখির কাছে চাইতে হবে ডানা
কত জলে মেঘ হয়েছে হয়নি আজো জানা।
মেঘ বললে সুখে আছো, সুখেই তুমি থাকো
কষ্ট নিয়ে উড়ে বেড়াই জানতে এসো নাকো।
ছোট্ট জীবন আজকে আছো কালকে ঝরে শেষ
সবাই বলে ফুলের মতন জীবন হলেই বেশ।
ফুল বললে ঝরতে আমি চাইনা যে আর পথে
অনন্তকাল কইবো কথা চোখের জলের সাথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন