শুক্রবার, ২৩ জুন, ২০১৭

শেষ ঠিকানা

তুমি তোমায় নিয়ে থাকো
আমি আমায় নিয়ে থাকি
তুমি তোমার পথে বাঁচো
আমি আমার পথে ভাসি।

তুমি সবুজ পাতা হলে
তোমার অনেক কাজ বাকি
আমি ঝরা পাতার দলে
মন খারাপ করে থাকি।

তুমি আকাশ ছুঁতে চাও
আমি বৃষ্টি পেলে বাঁচি
তুমি মেঘের সাথে যাও
আমি ধুলোয় মিশে থাকি।

তুমি সবুজ থেকে যেদিন
ঝরা পাতার দলে যাবে
শত অবাক বিস্ময়ে
ঠিক আমায় পাশে পাবে।

দেখো মাটির সাথে মিশে
এক অপূর্ব সোঁদা গন্ধ
দেখো ঐখানে যত শান্তি
শেষ ঠিকানায় খাম বন্ধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন