ছোটবেলায় মা বলতো ,
বৃষ্টি এলে ভিজবি যত
যে যাই করুক মানা।
ওই যে তোর জ্বর হবে আর
সর্দি হবে
ওতেই সব অসুখ যাবে
নেইতো কারোর জানা।
একটু জানলা খুলে দে না
বৃষ্টি আসুক অনেক করে
করিস নে আর মানা।
বৃষ্টি এলে লিখতে থাকি
শুধুই কবিতা
ধুয়ে যদি নিতেই পারে
কষ্ট সবই তা ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন