রুপোলী ফিতের মত পথটা চলে গেছে
কখন কি করে যেন ওপারে
গাছেরা মিলেমিশে হাজার কানাকানি
জড়ায়ে পাতার বোনা চাদরে।
আকাশে মেঘ নেই, সূর্য উঁকি দেয়
বাতাসে ফিসফিস কি কথা
হঠাৎ উঠে এল জলের থেকে মেয়ে
প্রানের মাঝারে বাজে কি ব্যথা।
কখন কি করে যেন ওপারে
গাছেরা মিলেমিশে হাজার কানাকানি
জড়ায়ে পাতার বোনা চাদরে।
আকাশে মেঘ নেই, সূর্য উঁকি দেয়
বাতাসে ফিসফিস কি কথা
হঠাৎ উঠে এল জলের থেকে মেয়ে
প্রানের মাঝারে বাজে কি ব্যথা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন