রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

নারসিশাস

তোমায় যেদিন প্রথম দেখেছিলাম
ঠিক সেদিনই আমি
ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার না হয়ে
সরাসরি রাস্তাটা পেরিয়ে যাচ্ছিলাম
একটা ভয়াবহ ট্রাক দুর্ঘটনা
হতে গিয়েও হলনা।
দ্বিতীয়বার যখন তোমায় দেখি
ফুটপাথের ধারে একটা শিঙ্গাড়া মুখে পুরে
যেই না দিয়েছি মন চা পানে
হঠাৎ কেমন করে যেন
রাজ্যের বিষম এসে জড়ো হল
সেই বিষম এখনো কাটেনি
হিক্কায় পরিণত হয়ে গেছে।
তৃতীয় বার তোমায় দেখি
এক কবিতা আবৃত্তির অনুষ্ঠানে,
আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর কবিতার
সবচেয়ে সুন্দর পঙক্তিগুলো পড়ার মুহূর্তেই
কেন যে তোমায় দেখে ফেললাম।
কবিতা গিলে ফেলার অভ্যেস আমার ছিলোনা
ঠিক সেদিন থেকে অভ্যেসটা হয়ে গেল।
ঠিক সেদিন থেকে আমি আর কবিতা পড়তে পারিনা।
মেয়ে,
তুমিকি এমন মানুষ গুলোর খবর রাখো ?
নাকি নিজের রুপে নিজেই মুগ্ধ হয়ে থাকো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন