মেয়েটি রাত দেখতে চেয়েছিল।
আমি আমার বুকের বাঁ পাশ থেকে
চাঁদটা বের করে দিলাম।
হঠাৎ ছোঁ মেরে চাঁদটা কেড়ে নিয়ে বলল,
তোমার চারপাশে এত অন্ধকার কেন?
তুমি কি অন্ধকারের মানুষ?
তারপর মেয়েটি চলে গেল।
আমি আমার বুকের বাঁ পাশ থেকে
চাঁদটা বের করে দিলাম।
হঠাৎ ছোঁ মেরে চাঁদটা কেড়ে নিয়ে বলল,
তোমার চারপাশে এত অন্ধকার কেন?
তুমি কি অন্ধকারের মানুষ?
তারপর মেয়েটি চলে গেল।
এখন ওরা ঐ যে দূরে
আমার চাঁদের জোছনায়
জোছনাস্নান করে।
আমার চাঁদের জোছনায়
জোছনাস্নান করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন