মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

সময় চুরি

কৃষ্ণচূড়া ছিলো তোমার ভীষণ প্রিয় ফুল
ওই ফুল মাড়িয়ে হেঁটে আসাই ছিলো বড় ভুল।
কৃষ্ণচূড়া রাগ করে আর দেয়নি আসন পেতে
তাইতো তুমি চাওনি পিছু আমায় ছেড়ে যেতে।

পূর্নিমাতে পাগল হয়ে জোস্না স্নানে  নামা
কৃষ্ণকালো অমাবস্যা করলোনাতো ক্ষমা।
অমাবস্যার রাত টি বলে চাওনা কেনো আমায় ?
সব রাতেকি চাঁদটি অমন জোসনা দেবে তোমায়?

ভীষণ কালো অন্ধকারে একরকমের সুখ
হারাবে যেদিন ,বুঝবে যেদিন খালি হবে বুক।
ইচ্ছে হবে অন্ধকারে লুকিয়ে রাখো মুখ
ওই সুখ ও কি অমাবস্যা দেবে খানিকটুক ?

জোসনা নিয়ে ছিলেম পড়ে চাইনি অমাবস্যা
ফাগুন নিয়ে ছিলেম পড়ে চাইনি শরৎ ,বর্ষা।
আজ দেখোনা ওই ফাগুনে আগুন লেগেছে
কৃষ্ণচূড়া লালের থেকে কৃষ্ণ সেজেছে।
জলের তোড়ে ভাসিয়ে দেবো সেই সে কালো রং
পারছিনাতো বর্ষাকে আর করতে নিমন্ত্রণ।

তোমার সুরে সুর মেলাতে হারিয়ে গেছে সব
বুঝিইনিতো একলা আমি নেইতো কলোরব।
কখন তোমার ইচ্ছেগুলো আমায় কেড়ে নিলো।
বুঝতে আমার এত্তখানি সময় চুরি গেলো।

৩টি মন্তব্য:

  1. aahaaa, ki dbhut chonde aamake tumi aaina'r samne daar korye diyecho , porte porte mone occhhilo jeno kono ek ekla dupore barandai boshe chule binui katci r aamar nihsongota aamake chepe dhorche r aamake aamar e sathe porichoi koriye dicchhe nirmon bhabe .. besh bhalo likhecho go ..

    উত্তরমুছুন
  2. AMI JIBONANONDO DASHER....BONOLOTA SEN KOBITA TA PODE KHUB ANONDO PEYESILAM.....AJJ BOHUDIN POR EKTA QUALITATIVE KOBITA PODLAM

    WISH THAT WITH CONTINUED ENDEAVOR WE MAY REACH THE TOP ONE DAY

    উত্তরমুছুন
  3. apnar koshto kore lekhagulo porchen amake inspire korchen.vishon valo lagche.thank u so much....mohammed nurul Absar....

    উত্তরমুছুন