ছোট্ট মিষ্টি জামাগুলো
দেখতে কেনো এত্ত ভালো ?
ছুঁয়ে থাকবে কেমন বল
ছোট্ট শরীর তুলোতুলো ?
একটি মোটে রক্তকণা ,
ঠিক যেনো এক বালুর কণা।
এসব তবে কি ভাবনা ?
সুখবিলাসে ঘুম আসেনা ?
দিন যায় যায় একটি করে
রক্তকণা দ্রুতই বাড়ে।
একটু হঠাত নড়লো বুঝি ?
উপোস চোখে শুধুই খুঁজি।
দুলবি নাকি দোলনা টাতে ?
দুলতে তোকে দেবো বুঝি ?
দিনরাত্তির বুকের ওমে ,
থাকবি হয়ে ফুলের সাজি।
এই সুখ সুখ সুখ স্বপ্নগুলো
এত্ত কেনো দেখি ?
আসবি কবে আমার বুকে
রাজকন্যা পাখি ?
তুই আসবি ভেবে
রক্তজবা অনেক ফুটেছে।
লাল নীল ওই জামাগুলো
রোদ্দুরে হেসেছে।
আসবি বলে
জোসনা আলো দেবে বলেছে
মিষ্টি হাওয়া বইবে তখন
কথা দিয়েছে।
এমনি করেই স্বপ্ন সুখে
দিন যে কেটেছে।
কল্পনাতে স্পর্শ করে
তৃষ্ণা বেড়েছে।
তারপর এলো সেই সে সেদিন।
বললি আমায় : "বাচাঁও "
আমি কেবল দেখতে পেলাম
রক্ত ..............................
রাজকন্যা উধাও।
অপেক্ষাতো শেষেই ছিলো।
মাত্র কদিন বাকি।
রক্তে কেনো গেলি ভেসে
কেনো দিলি ফাঁকি ?
ভালো
উত্তরমুছুনkhub sundor hoyese........... vlo legese
মুছুন