হরিণী হরিণী চঞ্চল
সকাল সাঁঝে তে প্রাঞ্জল,
এমনি দেখেছি তারে
পাখির মতন ওড়ে।
ছিল সে দারুন বন্য
সমুদ্রস্নানে ধন্য,
জোয়ারের টানে ভাসবে
বোশেখের ঝড়ে উড়বে।
আমার কিছুটা ভিন্ন,
ভালোলাগা ছিলো অন্য।
কোমল শান্ত চোখ
পেতে চাইতো এ বুক।
তবুও হয়েছে দেখা
হয়ে গেছে পরিচয়।
এমনই ছিল যে লেখা
পরিচয় থেকে পরিনয়।
তার ঝড় ঝড় ভালোবাসায়
পাইনি কখনো বৃষ্টি।
তার উথাল পাথাল চাওয়ায়
দিইনি কখনো দৃষ্টি।
পাহাড়ের কাছে চেয়েছি
বৃক্ষে আসন পেতেছি,
তুফান ঝড়ের চেয়ে
মাতাল হাওয়ায় মজেছি।
তার ভুবনভোলানো হাসি
খিলখিল স্বরে বাজতো।
আমি বলতাম ,"ধীরে ,
রিনিঝিনি করে হাসোতো "
এমনি করেই সকাল,
এমনি করেই রাত,
বুঝিইনিতো কখন
মনে মনে সংঘাত।
তার জোয়ার ভালবাসায়
লাগাম দিলাম মস্ত।
জানিনা কবে কখন
এসে গেছে সূর্যাস্ত ।
যখন বুঝেছি তুফান
আমারও আসলে চাই।
আমারি অবহেলায়
হারিয়ে ফেলেছি তায়।
সকাল সাঁঝে তে প্রাঞ্জল,
এমনি দেখেছি তারে
পাখির মতন ওড়ে।
ছিল সে দারুন বন্য
সমুদ্রস্নানে ধন্য,
জোয়ারের টানে ভাসবে
বোশেখের ঝড়ে উড়বে।
আমার কিছুটা ভিন্ন,
ভালোলাগা ছিলো অন্য।
কোমল শান্ত চোখ
পেতে চাইতো এ বুক।
তবুও হয়েছে দেখা
হয়ে গেছে পরিচয়।
এমনই ছিল যে লেখা
পরিচয় থেকে পরিনয়।
তার ঝড় ঝড় ভালোবাসায়
পাইনি কখনো বৃষ্টি।
তার উথাল পাথাল চাওয়ায়
দিইনি কখনো দৃষ্টি।
পাহাড়ের কাছে চেয়েছি
বৃক্ষে আসন পেতেছি,
তুফান ঝড়ের চেয়ে
মাতাল হাওয়ায় মজেছি।
তার ভুবনভোলানো হাসি
খিলখিল স্বরে বাজতো।
আমি বলতাম ,"ধীরে ,
রিনিঝিনি করে হাসোতো "
এমনি করেই সকাল,
এমনি করেই রাত,
বুঝিইনিতো কখন
মনে মনে সংঘাত।
তার জোয়ার ভালবাসায়
লাগাম দিলাম মস্ত।
জানিনা কবে কখন
এসে গেছে সূর্যাস্ত ।
যখন বুঝেছি তুফান
আমারও আসলে চাই।
আমারি অবহেলায়
হারিয়ে ফেলেছি তায়।
kobita ta pore mone hocchhe, emi ekta shopno dekhe ghum theke uthlam .. r puro shopno ta aamar mone ache r shara dinbhor barbar mone porche oi shopner tukro gulo .. onnorokom ehta bhalo mondo laga onubhuti niye kaatche ek ta din . ..
উত্তরমুছুনকি বলে তোমায় ধন্যবাদ জানাই |ব্যতিক্রমী উপস্থাপনায় মুগ্ধ হলাম | দারুন লাগল। তুমি মানেই ভিন্নতা তুমি মানেই নতুন কিছু যা সবার থেকে আলাদা। শুভেচ্ছা । আমার পক্ষ থেকে দূর্দান্ত ধন্যবাদ! অশেষ শুভেচ্ছা ***
উত্তরমুছুন