বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪

চোরকাঁটা



হয়ে যা চোরকাঁটা তুই শাড়ির ভাঁজে
নিয়ে আসি কোনো এক একলা সাঁঝে
জমা থাক সেই শাড়িটা আমার বুকে
জানি তুই থাকবি শুধু আমার সুখে।

যারে আমি এই জীবনে এত পেয়েছি
তারে শুধু ভুল বুঝেছি ,ভুল বুঝেছি।
জানি তুই হঠাত আসা দমকা হাওয়া
তবু কেন তোরেই নিয়ে এত চাওয়া ?

যে আমায় সুখে দুঃখে সব দিয়েছে
সে কেন হৃদয় মাঝে 'না' হয়েছে ?
বোঝা আর হলোনাকো এই জীবনে
মন আমার কেবল অবাক এই দহনে।

এ আমার কোন হিসেবের দুঃখবিলাস ?
এত সুখ তবু ও মন কোথায় পালাস ?
আলোকের মাঝে কেনো আঁধার খোঁজা ?
আঁধারে আলো কি আর এতই সোজা ?

চোরকাঁটা হয়েই তোরে থাকতে হবে।
চুরি চুরি করেই তোরে দেখতে হবে।
থাকেনা ভালোবাসা সব জানাতে।
বুঝেছি সকল সুখ ঐ চোরকাঁটা তে।

৫টি মন্তব্য: