ফোন টা বেজেই যাচ্ছে। ধরতে ইচ্ছে করছেনা।
আর কি ?
জানতে চাইবে :" কিরে ?বাসায় ফিরেছিস ?ভালো আছিস?মাইগ্রেন পেইন কমেছে ? সোনামনি গুলো ভালো আছে ?"
প্রতিদিন এক কথা। কেন যে বোঝেনা ?এককথা প্রতিদিন ভালো লাগেনা।অফিসের জরুরী ফোনে টাতে কথা হচ্ছে। এর মাঝে কল ওয়েটিং।
ওয়েটিং এই থাকুক। এখন ফোন টা ধরা মানেই একঘন্টার গল্প । আমার সময়ের কি কোনো মুল্য নেই?আশ্চর্য !
কেনো যে বোঝেনা ?কবে যে বুঝবে ?
আজ শরীরটাও তেমন ভালো লাগছেনা। কেমন যেনো জ্বর জ্বর লাগছে। রাতে নিউস আছে।শরীরটা ভালো থাকলেই হয়।জ্বর এলে বিরাট ঝামেলায় পড়তে হবে। অনেক কাজ বাকী।
যা ভেবেছি তাই হলো। জ্বর বাড়ছে।
সন্ধ্যার দিকে হু হু কোরে এলো জ্বর।
কোনোরকমে ফোন টা দিলাম।
"খুব কষ্ট হচ্ছে, পারলে চলে এসো। "
ঐ একবারই জানি বললে হবে। হাজির হয়ে যাবেতো। কোনো টেনশন নেই। যত দূরেই থাকুক ,যেখানেই থাকুক আসবে।
আমি জানি।
আমি জানতাম। আমি এমনই জানতাম। মা কে খুব বেশি না ডাকলেও চলে আসে। মা দের পিঠে ডানা থাকে।ডানায় ভর করে চলে আসে । মা দের দশটা হাত ও থাকে। সব কাজ করে দিতে পারে এক নিমেষে।আমি এমনই জানতাম।একহাজার টা বকা দিলেও আবার ফোন করে।একটু অভিমান করে। ওটাও আমি পাত্তা দিইনা। তবু অসুবিধা হয়না।মনে রাখেনা কিছু। বিরাট একটা আদর আদর বুক আছেতো। ওখানে আবার টেনে নেয়। আমি চাই কি না চাই কিছুতে কিছু এসে যায়না।
কি অদ্ভুত ভাবনা ছিলো আমার।আমি জানতাম মা রা পুতুল হয়। কখনো রাগ করে কোথাও চলে যায়না।আর বাচ্চার অসুখ করলেতো পুতুল মা দের কোত্থাও যেতে নেই। বারণ আছে।
আমি শুধু জানতামনা পুতুলেরও অসুখ করে। পুতুল ও রাগ করে।আমি জানতামনা পুতুলের মত ওই মুখ অনেক দিন না দেখেও ঘুমানো যায়। আমি জানতামনা পুতুল টার সাথে খেলা ধুলা না করলেও দিনের পর দিন কাটানো যায়।
আমি জানতাম পুতুলটার অনেক অসুখ করলেও ,অনেক কষ্ট হলেও আমার অসুখে ও আসবেই মিষ্টি হেসে।আর ওই হাসিতেই অসুখ আমার একদম ভালো হয়ে যাবে।
আমি এভাবেই জানতাম।
জানো ?
এখন
অনেক অসুখ করলেও আমার পুতুল মা আর আসেনা।
পুতুল মা ,
আমি কথা দিচ্ছি একবার তুমি এসে দেখো। আমি আর কোনদিন তোমার কল ওয়েটিং এ রাখবোনা।
একটা চুমুর জন্যও তোমাকে একটাবার বলতে হবেনা।
একবারের জন্যেও জড়িয়ে ধরতে চাইতে হবেনা।
আমি তোমাকে আর কোনদিন একবিন্দু বকবনা। আমি তোমার সব কথা শুনবো। তুমি শুধু একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙ্গাল হয়ে আছি।আমি সব ফোন কেটে দিয়ে শুধু তোমার কথা শুনবো। আমি আর কোনদিন তোমার কল ওয়েটিং এ রাখবোনা।তুমি শুধু একবার এসে দেখ আমার কাছে।
উত্তরমুছুনMy God, ei lekhata kivabe likkhecho tumi.. Lekhata'r protita line, shobdo, emotion aamar kotha bole, amar sathe maa'er
shomporker kotha bole .. Maa k chute na parar kotha bole,
Maa k konodino bolini j maa tomake khub bhalobashi, bhebechi oi kotha aabar maa k bolar ki ache? sob somoi khit pit korechi .. r
aajke maa'r khub kache jete ecchhe kore tokhon r parina .. lekha ta opurbo bolbo na, bolbo Attwik.. karon, lekhatar moddhe diye tomar atmar(soul) sathe aami connected hoyechi ..
হৃদয়স্পর্শী লেখা...........আর কোন দিন কল ওয়েটিং এ রাখব না
উত্তরমুছুন