১)সময় চলে যায় কথাটা সত্যি , কিনতু সময় কে ধরেও রাখা যায়। ধরে রাখতে জানতে হয়। সময়ের কাজ টা সময়েই সেরে নিতে হয়।
২) বুঝিনা মাঝে মাঝে প্রযুক্তি নির্ভরতা ভালো না খারাপ !প্রযুক্তি দিয়ে যখন অনেক দুরের মানুষ দের দেখার স্বাদ মেটাই তখন মনে হয় এটা ভালো। আবার কাছের মানুষ গুলো যখন বাড়ি এসে খোঁজ না নিয়ে প্রযুক্তি ব্যবহার করে খবর নেয় তখন মনে হয় প্রযুক্তি খারাপ।
৩)সাজানো জীবনতো হয়না। জীবনকে সাজিয়ে নিতে হয়।
৪)বীট লবন যেমন মাঝেমাঝে খাবারের স্বাদ বাড়ায় ,তেমনি জীবনেও বীট লবনের মতো আলগা স্বাদের আবির্ভাব মন্দ নয়। কিন্তু ওই আলগা স্বাদ নিতে নিতে আসল লবনের কথা ভুলে গেলে স্বাস্থ্য খারাপের মতন জীবনটাও বোধ হয় শেষ হয়ে যায়।
৫)ভালবাসিনা। একবার ভালোবাসলে আর দুরে যাইনা।একবার দুরে চলে গেলে আর ফিরে তাকাইনা।
৬)Missing me one place,search another,
I stop somewhere waiting for you.......
৭)ইসরায়েলের সাথে ফিলিস্তিনিদের যে যুদ্ধ তা কিন্তু ইহুদি মুসলমানের লড়াই নয়। জায়নবাদী দের বিরুদ্ধে ফিলিস্তিনের মানুষের জাতীয় মুক্তিসংগ্রাম। এই ফিলিস্তিন নামক বহুল আলোচিত জায়গাটাতে দেড় হাজার বছর খ্রিস্টান ,ইহুদি ও মুসলমান রা শান্তিপূর্ণ সহাবস্থান করছেন।সকল অস্ত্র ব্যবহার শেষে এবার জায়নবাদী রা সেই পুরনো অস্ত্রের কাছে ফিরতে চায়।২০ জুলাই.......ইসরায়েলের সরকারী রেডিও তে জেরুজালেমের বার ইলান বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের অধ্যাপক মরদেচাই কেদার ইসরায়েলি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন ,"অস্ত্র নিয়ে যুদ্ধ অনেক হয়েছে। এবার বরং গাজায় ঢুকে নারীদের ধর্ষণ করতে শুরু করুক আমাদের সেনারা।"
ঈশ্বর ,এই অস্ত্রের প্রয়োগ যেনো না হয় ..........................
৮)আনন্দের সময় গুলোকে যদি আচারের মতন বয়ামে ভরে রাখতে পারতাম।সময়ে সময়ে বের করে নেয়া যেতো। কি ভালো হতো তাহলে ?
৯)একটা দুটো শব্দ পাল্টে দিলে পুরো বাক্যের অর্থই পাল্টে যায়। জীবনটাও সেরকম। একটা দুটো ঘটনা পাল্টে দিলে জীবনের মানেটাই অন্যরকম হয়ে যায়।সমস্যা হলো ভুল শব্দ মোছার জন্যে ইরেজার থাকে। কিন্তু জীবনের ওই ঘটনা গুলো মুছে ফেলার জন্যে কোনো ডিলিট বা ব্যাকস্পেস বা ইরেজার নেই।
১০)ছোটবেলায় বিজ্ঞান ক্লাস এ পেয়াঁজ খোলার একটা কাজ ছিলো। খুব মন দিয়ে কাজ টা করতাম।একের পর এক খোলস খুলছি তবু নতুন খোলস বেরুচ্ছে। এখন বড় হয়ে মানুষ খুলতে গিয়ে দেখি মানুষ ও পেয়াঁজ এর মতন। এত খুলি তবু আসল মানুষ টা বের হয়ে আসেনা।শুধু খোলস আর খোলস।
১১)নিজের সম্মান নিজেই বুঝতে পারা অনেক প্রয়োজনীয় একটা ব্যাপার। আমরা প্রায়ই ভালবাসায় আপ্লুত হয়ে নিজের প্রাপ্য সম্মান বড় বিচ্ছিরি ভাবে হারিয়ে ফেলি।আকাশের চাঁদ মাটিতে নেমে এলে লোকে ভেবে নেয় সেতো মাটির ঢেলা বৈ আর কিছু নয়।
১২)প্রত্যেক মানুষের ভেতর ভালো এবং মন্দ দুটো দিকই থাকে।তুমি কার ভেতর থেকে কোন দিকটা বার করে নিয়ে আসবে এটা একান্তই তোমার ব্যাপার।
১৩)আমায় কিছু শিখিওনা।নিজের ফ্রান্কেস্টআইন সহ্য করার ক্ষমতা সবার থাকেনা।
১৪)যাকে ভালো লাগেনা তার সংস্পর্শ যতোটা সম্ভব এড়িয়ে চলাই মঙ্গল।জীবন টা খুব ছোট।হাসবার জন্যে সময় সত্যিই খুব অল্প।কেও যেনো তোমার জীবনের একটা মুহূর্ত ও নষ্ট করতে না পারে।
১৫) জানি সবকিছুর জন্যেই যত্নের প্রয়োজন। সে তোমার সম্পর্কই হউক অথবা গাছপালা। তবে গাছের যত্নে ফুল ফল অবধারিতভাবে পাওয়া যায়। কিন্তু সম্পর্কের বেলা ?
১৬) যাকে তোমার একান্তই প্রয়োজন ,তার সাথে কখনো কোনদিন এমন কোনো দূরত্ব সৃষ্টি করোনা যেন পরবর্তিতে আর কাছেই ডাকতে না পারো।কারণ প্রতিটি মানুষের ভেতরেই আত্মপ্রাধান্য(ego) নামক একটি ব্যাপার প্রবল ভাবে বিদ্যমান।
১৭)নিজেকে কারোর কাছে খুব বেশি প্রয়োজনীয় ভাবাটা একটা অপরাধের পর্যায়ে পড়ে। প্রয়োজন ফুরাতে খুব বেশী সময় লাগেনা। মানুষ মাত্রই পরিবর্তনশীল এবং খাপ খাইয়ে নিতে জানে।
১৮)আমি কত ভালো আছি এটা জানার জন্যে প্রত্যেক মানুষের একবার অন্তত যে কোনো হাসপাতাল অথবা বার্ন ইউনিট ঘুরে আসা দরকার।কষ্টের ও একটা সীমা আছে। মানুষ কি দানবই হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত ?
১৯)সময় টা কেমন যেনো ছিলো। অন্তত আমার কাছে। কেমন যেনো একটা অপেক্ষা ছিলো। অপেক্ষার পর পাবার আনন্দ আর না পাবার কষ্ট দুটোই কি অদ্ভুত অন্যরকম অনুভূতি। কেমন যেনো হারিয়ে যাচ্ছে প্রতিদিন। কথা গুলো খুব বেশি মনে হলো অলিতে গলিতে এ টি এম বুথের বাড়াবাড়ি আবির্ভাব দেখে। মা তখন মাসের শেষে একটা কিছু পছন্দ হলে বেমালুম ইচ্ছের কথাটা গিলেই ফেলতো। সযত্নে অপেক্ষায় থাকতো বাবাকে রাজী করাবে। নয়তো নিজেই কিছু টাকা কোনভাবে জমাবে তারপর জিনিষটা কিনবে। কি যে অদ্ভুত অনুভূতি। টাকা জমিয়ে সুন্দর করে সংসার করা। যখন তখন জমানো টাকা অনর্থক খরচ না করা। কখনো কিছু ইচ্ছেকে ভীষণ স্বাধীনতা দেয়া আবার কখনো একটু বাঁধ দেয়া।
এখন আমাদের কাছে জীবনের সব আনন্দ হাতের মুঠোয় এনে দেবার শপথ করেছে প্রযুক্তি।কিন্তু আনন্দ শব্দটার অর্থটাও যেন ভীষণ করে পাল্টে দিয়েছে।
২০) একটা কিছু কারণে মন যদি বিক্ষিপ্ত হয়ে থাকে তবে ওই নির্দিষ্ট সমস্যা টা সমাধান না হওয়া পর্যন্ত কোনো কিছু দিয়েই মনটা ঠিক করা যায়না।
২১) যে কোনো সম্পর্কের ভিতর মাঝেমাঝে একটু দুরত্ব আসাটা জরুরী।তাহলে আঁকড়ে ধরার প্রবণতা টা বেড়ে যায়।
২) বুঝিনা মাঝে মাঝে প্রযুক্তি নির্ভরতা ভালো না খারাপ !প্রযুক্তি দিয়ে যখন অনেক দুরের মানুষ দের দেখার স্বাদ মেটাই তখন মনে হয় এটা ভালো। আবার কাছের মানুষ গুলো যখন বাড়ি এসে খোঁজ না নিয়ে প্রযুক্তি ব্যবহার করে খবর নেয় তখন মনে হয় প্রযুক্তি খারাপ।
৩)সাজানো জীবনতো হয়না। জীবনকে সাজিয়ে নিতে হয়।
৪)বীট লবন যেমন মাঝেমাঝে খাবারের স্বাদ বাড়ায় ,তেমনি জীবনেও বীট লবনের মতো আলগা স্বাদের আবির্ভাব মন্দ নয়। কিন্তু ওই আলগা স্বাদ নিতে নিতে আসল লবনের কথা ভুলে গেলে স্বাস্থ্য খারাপের মতন জীবনটাও বোধ হয় শেষ হয়ে যায়।
৫)ভালবাসিনা। একবার ভালোবাসলে আর দুরে যাইনা।একবার দুরে চলে গেলে আর ফিরে তাকাইনা।
৬)Missing me one place,search another,
I stop somewhere waiting for you.......
৭)ইসরায়েলের সাথে ফিলিস্তিনিদের যে যুদ্ধ তা কিন্তু ইহুদি মুসলমানের লড়াই নয়। জায়নবাদী দের বিরুদ্ধে ফিলিস্তিনের মানুষের জাতীয় মুক্তিসংগ্রাম। এই ফিলিস্তিন নামক বহুল আলোচিত জায়গাটাতে দেড় হাজার বছর খ্রিস্টান ,ইহুদি ও মুসলমান রা শান্তিপূর্ণ সহাবস্থান করছেন।সকল অস্ত্র ব্যবহার শেষে এবার জায়নবাদী রা সেই পুরনো অস্ত্রের কাছে ফিরতে চায়।২০ জুলাই.......ইসরায়েলের সরকারী রেডিও তে জেরুজালেমের বার ইলান বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের অধ্যাপক মরদেচাই কেদার ইসরায়েলি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন ,"অস্ত্র নিয়ে যুদ্ধ অনেক হয়েছে। এবার বরং গাজায় ঢুকে নারীদের ধর্ষণ করতে শুরু করুক আমাদের সেনারা।"
ঈশ্বর ,এই অস্ত্রের প্রয়োগ যেনো না হয় ..........................
৮)আনন্দের সময় গুলোকে যদি আচারের মতন বয়ামে ভরে রাখতে পারতাম।সময়ে সময়ে বের করে নেয়া যেতো। কি ভালো হতো তাহলে ?
৯)একটা দুটো শব্দ পাল্টে দিলে পুরো বাক্যের অর্থই পাল্টে যায়। জীবনটাও সেরকম। একটা দুটো ঘটনা পাল্টে দিলে জীবনের মানেটাই অন্যরকম হয়ে যায়।সমস্যা হলো ভুল শব্দ মোছার জন্যে ইরেজার থাকে। কিন্তু জীবনের ওই ঘটনা গুলো মুছে ফেলার জন্যে কোনো ডিলিট বা ব্যাকস্পেস বা ইরেজার নেই।
১০)ছোটবেলায় বিজ্ঞান ক্লাস এ পেয়াঁজ খোলার একটা কাজ ছিলো। খুব মন দিয়ে কাজ টা করতাম।একের পর এক খোলস খুলছি তবু নতুন খোলস বেরুচ্ছে। এখন বড় হয়ে মানুষ খুলতে গিয়ে দেখি মানুষ ও পেয়াঁজ এর মতন। এত খুলি তবু আসল মানুষ টা বের হয়ে আসেনা।শুধু খোলস আর খোলস।
১১)নিজের সম্মান নিজেই বুঝতে পারা অনেক প্রয়োজনীয় একটা ব্যাপার। আমরা প্রায়ই ভালবাসায় আপ্লুত হয়ে নিজের প্রাপ্য সম্মান বড় বিচ্ছিরি ভাবে হারিয়ে ফেলি।আকাশের চাঁদ মাটিতে নেমে এলে লোকে ভেবে নেয় সেতো মাটির ঢেলা বৈ আর কিছু নয়।
১২)প্রত্যেক মানুষের ভেতর ভালো এবং মন্দ দুটো দিকই থাকে।তুমি কার ভেতর থেকে কোন দিকটা বার করে নিয়ে আসবে এটা একান্তই তোমার ব্যাপার।
১৩)আমায় কিছু শিখিওনা।নিজের ফ্রান্কেস্টআইন সহ্য করার ক্ষমতা সবার থাকেনা।
১৪)যাকে ভালো লাগেনা তার সংস্পর্শ যতোটা সম্ভব এড়িয়ে চলাই মঙ্গল।জীবন টা খুব ছোট।হাসবার জন্যে সময় সত্যিই খুব অল্প।কেও যেনো তোমার জীবনের একটা মুহূর্ত ও নষ্ট করতে না পারে।
১৫) জানি সবকিছুর জন্যেই যত্নের প্রয়োজন। সে তোমার সম্পর্কই হউক অথবা গাছপালা। তবে গাছের যত্নে ফুল ফল অবধারিতভাবে পাওয়া যায়। কিন্তু সম্পর্কের বেলা ?
১৬) যাকে তোমার একান্তই প্রয়োজন ,তার সাথে কখনো কোনদিন এমন কোনো দূরত্ব সৃষ্টি করোনা যেন পরবর্তিতে আর কাছেই ডাকতে না পারো।কারণ প্রতিটি মানুষের ভেতরেই আত্মপ্রাধান্য(ego) নামক একটি ব্যাপার প্রবল ভাবে বিদ্যমান।
১৭)নিজেকে কারোর কাছে খুব বেশি প্রয়োজনীয় ভাবাটা একটা অপরাধের পর্যায়ে পড়ে। প্রয়োজন ফুরাতে খুব বেশী সময় লাগেনা। মানুষ মাত্রই পরিবর্তনশীল এবং খাপ খাইয়ে নিতে জানে।
১৮)আমি কত ভালো আছি এটা জানার জন্যে প্রত্যেক মানুষের একবার অন্তত যে কোনো হাসপাতাল অথবা বার্ন ইউনিট ঘুরে আসা দরকার।কষ্টের ও একটা সীমা আছে। মানুষ কি দানবই হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত ?
১৯)সময় টা কেমন যেনো ছিলো। অন্তত আমার কাছে। কেমন যেনো একটা অপেক্ষা ছিলো। অপেক্ষার পর পাবার আনন্দ আর না পাবার কষ্ট দুটোই কি অদ্ভুত অন্যরকম অনুভূতি। কেমন যেনো হারিয়ে যাচ্ছে প্রতিদিন। কথা গুলো খুব বেশি মনে হলো অলিতে গলিতে এ টি এম বুথের বাড়াবাড়ি আবির্ভাব দেখে। মা তখন মাসের শেষে একটা কিছু পছন্দ হলে বেমালুম ইচ্ছের কথাটা গিলেই ফেলতো। সযত্নে অপেক্ষায় থাকতো বাবাকে রাজী করাবে। নয়তো নিজেই কিছু টাকা কোনভাবে জমাবে তারপর জিনিষটা কিনবে। কি যে অদ্ভুত অনুভূতি। টাকা জমিয়ে সুন্দর করে সংসার করা। যখন তখন জমানো টাকা অনর্থক খরচ না করা। কখনো কিছু ইচ্ছেকে ভীষণ স্বাধীনতা দেয়া আবার কখনো একটু বাঁধ দেয়া।
এখন আমাদের কাছে জীবনের সব আনন্দ হাতের মুঠোয় এনে দেবার শপথ করেছে প্রযুক্তি।কিন্তু আনন্দ শব্দটার অর্থটাও যেন ভীষণ করে পাল্টে দিয়েছে।
২০) একটা কিছু কারণে মন যদি বিক্ষিপ্ত হয়ে থাকে তবে ওই নির্দিষ্ট সমস্যা টা সমাধান না হওয়া পর্যন্ত কোনো কিছু দিয়েই মনটা ঠিক করা যায়না।
২১) যে কোনো সম্পর্কের ভিতর মাঝেমাঝে একটু দুরত্ব আসাটা জরুরী।তাহলে আঁকড়ে ধরার প্রবণতা টা বেড়ে যায়।