শহরে নয় ,
শহরতলী ছাড়িয়ে,
হাত দুটো বাড়িয়ে,
স্তব্ধ সে দাঁড়িয়ে।
ছোট ছোট অশ্বত্থ দেয় উঁকিঝুকি ,
শ্যাওলা ক্লান্ত হেথা রোদ্দুর খুঁজি ,
কাঁকর বিছানো পথ লাল রঙে ছাওয়া ,
সবুজ নীলের মাঝে করে আসা যাওয়া।
সেইখানে দাঁড়িয়ে
হাত দুটো বাড়িয়ে
শহরে নয়তো সে ,
শহরতলী ছাড়িয়ে।
পথ তার একটুও ধুলোমাখা নয়।
ঝরাপাতা শুয়ে শুয়ে কি যে কথা কয়।
বেগুনি জারুল সেথা ছুঁয়েছে আকাশ,
স্তব্ধতা ভেঙ্গেছে দখিনা বাতাস।
শহরে নয়তো সে ,
শহরতলী ছাড়িয়ে
রয়েছে যে দাঁড়িয়ে,
হাত দুটো বাড়িয়ে
যেনো বা অপেক্ষা
আসবে কখন কবে
রিনিঝিনি হাস্যে,
আলতা নুপুর পায়ে
ঝরাপাতা মাড়িয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন