শনিবার, ১১ এপ্রিল, ২০১৫

জীবনের খোঁজ








পাখিদের জীবন দিতে যদি
হঠাত কোনো এক ঝড়ে
অনেক বাঁচার সাধ কে আঁকড়ে ধরে
মৃত্যুর শিশির স্বাদ নিতাম।
আমি জেনেই যেতাম
বোশেখের ঝড়ে ঝরে পড়ে আমাদের জীবন।

ফুল হয়ে গেলেও ভালই হতো
ভালবাসার রেশ জড়িয়ে
একটা ছোট মৃত্যু হতো
আমি জেনেই যেতাম
একরাত্রি জীবন আমার অথবা একটি সকাল।

করে দিতে একটা কোনো গাছ
ঠিক যেখানটাতেই দাঁড়িয়ে থাকা
সেখানটাতেই মরণ
সহবাসের মৃত্যু
প্রানের সখার সাথে ?

আকাশ কর'নি তুমি এমনকি নদী ও
তবেতো মেঘের সাথে ,জলের সাথে
কেবলই বেঁচে থাকা হতো।

মানুষ আমি
ঝড়ে অথবা এক রাত্তিরে
অথবা সহমরণের সুখ নেইতো
নেইতো আকাশ কিংবা  নদীর সঙ্গে আমৃত্যু বয়ে চলা ,
জীবন দিলেই যদি অমরত্বের খোঁজও দিয়ে দিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন