একবার ভেবেছি জলটা থামিয়ে দিই ,
অমন অমূল্য রতন
নাই যাক ঝরে অবহেলায় ,অযত্নে ,
অথবা তাকে পাঠিয়ে দিই
সেই নীলাভ ধূসর গ্রন্থীতে
জমা থাক
সে জমা থাক
ভারী কোনো মেঘের মতন।
অতঃপর কেনো মনে হলো
বর্ষণ হউক ?
উথাল পাথাল সমুদ্র হউক ,
হউক জোয়ার ,
মিশে যাক হৃদয়ের ভাঁজে
চোখ হউক শুষ্ক মরুপ্রান্তর
আর
আমি তাতে দূর্লভ ক্যাকটাস হয়ে বাঁচি
সহস্র বছর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন