নদীটা কেবলই অপেক্ষায় থাকে
একটা সোনালী বিকেলবেলার ,
কত তার আয়োজন
মাঝিদের করে বারণ ,
বলে :"ওরে ,এখন আসিস নে মোর জলে
দেবতা আমার ভাসবেন এই কোলে। "
সকালটা যেনো গড়ায়না আর বিকেলে।
একটু জল শুষে নিতে মাছরাঙ্গা টা
যেইনা ভেজায় ঠোঁট ওই কোমল নরম বুকে
নদী বলে :"ঢেউ তুলিসনে পাখি ,
ঢেউ তুলিসনে এই জলে ,
দেবতা বুঝি আসছেন এই কোলে। "
হঠাত বাতাস বৈরী হয়ে
ঝড় তুলে যায় ভীষণ রেগে
বড় কষ্টে নদী কাঁদে ,
বলে :"ওরে ঝড় তুলিসনে ,
ঢেউ তুলিসনে এই বুকে
যতন করে, আদর ভরে সাজাই আমি কাকে ?"
এমনি করেই ঢেউ এর থেকে
ঢেউ বাঁচিয়ে থেকে
আপন মনে সাজে নদী
মধুর স্বপন এঁকে
উষ্ণ ,প্রখর সূর্য কখন
ভিজবে এসে স্নানে
ঠিক তখনই বইবে জোয়ার
নদীর শান্ত প্রাণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন