শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫

আমি আর ঘাসফড়িংটা



আমি একটা ঘাসফড়িং হতে চেয়েছিলাম।
খাঁচায় বাঁধা জীবন থেকে
ডানায় ডানায় উড়বো স্বাধীন
ফুলের থেকে ফুলের দেশে
হারিয়ে যাব ঠিকানাবিহীন।
আমি একটা সবুজ ঘাসফড়িং হতে চেয়েছিলাম। 
শ্যাওলা সবুজ পাতার কোলে
শিশির বিন্দু যেমন জ্বলে
সেই জলেতে মুখটা আমার
একটুখানি দেখবো বলে।
আমি একটা চঞ্চল ঘাসফড়িং হতে চেয়েছিলাম।
তাইতো দুহাত ছড়িয়ে দিয়ে
রঙিন ডানা পিঠে নিয়ে
দূর আকাশে হারিয়ে গিয়ে
মেঘের সাথে  গা ভাসিয়ে   
আমি বন্ধনহীন একটা সুন্দর ঘাসফড়িং হতে চেয়েছিলাম শুধু।
অথচ সে গাছের জীবন চেয়েছিলো
বলেছিলো ,
গাছ হয়ে যাও
পায়ের সাথে পা মিলিয়ে
অনন্তকাল পেরিয়ে গিয়ে
সুবাস নিয়ে ,সুবাস দিয়ে
খুব থাকা যায় ঠাঁয় দাঁড়িয়ে
ভারী অদ্ভুত
আমি ঠিকানা বিহীন হতে চেয়েছিলাম
আর ঘাসফড়িং টা একটা ঠিকানা চেয়েছিলো।
আমি মুক্ত হতে চেয়েছিলাম
আর সেই ফড়িং টা বন্ধন চেয়েছিলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন