শনিবার, ৪ এপ্রিল, ২০১৫

চোখের আলোয়










আকাশ ভেঙে চাঁদ নেমেছে
নাম হলো তার জোছনা 
মাটির কাছে জ্বলছে জোনাক
বইছে আলোর বন্যা।

রুপোয় রুপোয় হাত ছুঁয়েছে
গাছ পড়েছে গয়না ,
আলোয় ভরা সবখানেতে
আঁধার তবু যায়না।

নদীর জলে সাজ করছে
শামুক ,ঝিনুক,পান্না
মত্স্যনারী নাইতে এসে
দেখছে সুখে আয়না।

জোছনা আর জোনাক মিলে
আলোর মাঝে কন্যা
বললে হেসে ,চোখের আলোয়
একটু দেখা হোক না ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন