শনিবার, ১৮ জুন, ২০১৬

স্বপ্ন ছিল


কাঠগোলাপের গন্ধে ভরা ভোর
রাতের তারা এই মেনেছে হার
কোনটা নেব হাত বাড়ালাম যেই
আকাশ বলে সন্ধ্যে তবে কার?

বারান্দাতে বকুল ঝরা প্রেম
বৃষ্টি এসে স্পর্শ দিয়ে যায়
খোঁপার কাটা খুলতে গিয়ে দেখি
মিথ্যে ওসব স্বপ্ন ছিল হায় ।

 

২টি মন্তব্য: