তারাটা অদ্ভুত উজ্জ্বল
বড় তীব্রভাবে জ্বলে
নিজের আলো বলেই হয়তো।
কখনো রূপসী চাঁদ টাকেও
ম্রিয়মান মনে হয়।
একটা নির্দিষ্ট দূরত্বে থাকে তারাটা,
যেন দিবা রাত্তির দিচ্ছে পাহারা
তারাটাকে মাঝেমাঝে বড় জীবন্ত মনে হয়
এতোটাই যে সূর্যের তীব্র আলো তেও
ওর দেখা মেলে।
আচ্ছা, তারাটা কি বিষণ্ণ পথিক কোন?
কিজানি?
আমার বরাবর ওকে পাহারাদার মনে হয়।
অনেক ভালবাসলে মানুষ যেমন পাহারাদার হয়ে যায়
কেবলই পাহারা দিতে থাকে প্রানের মানুষটিকে ?
অনেকটা সেরকম।
তারাটা পাহারাদার হয়ে গেছে।
চাঁদের জন্য
আকাশের পাগলামি দেখে
চাঁদের জন্যে
তারাদের ছুটোছুটি দেখে
চাঁদের জন্যে
সূর্যের বাড়াবাড়ি দেখে
চাঁদের জন্যে
মেঘেদের বিহ্বলতা দেখে
চাঁদের জন্যে
আমাদের, তোমাদের, কবিদের
অস্থিরতা দেখে।
বোকা তারা
কখনো বোঝেনি
চাঁদের সংগে তার ঐ নির্দিষ্ট দূরত্ব
কোনদিন ফুরবার নয়।
চাঁদ আসলে কারোরই নয়,
বোকা সবাই ভুল ভাবে শুধু,
ভুল ভাবে বোকা তারাটার মত,
বড় ভুল করে অপেক্ষায় থাকে
কোনদিন ঐ নির্দিষ্ট দূরত্ব ঘুচিয়ে
যদি কাছে আসে চাঁদ!
যদি সত্যি আসে
কখনো,
কোনদিন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন