শুক্রবার, ৩ জুন, ২০১৬

ভালোবাসার অন্য পিঠে



তোকে ছাড়া থাকাটা খুব মুশকিল হচ্ছে।
আচ্ছা, মিস করাটা কি এমন নাকি?
যত্তগুলো কলিংবেল বাজে
সব কটাতে দৌড়ে দৌড়ে দরজা খুলতে যাওয়া,
মিস করলে কি খিধে কম লাগে?
টেবিল ভরা মজার খাবার
মনে হচ্ছে সব সাপ, কেঁচো আর ব্যাঙ রান্না করা,
আচ্ছা মিস করলে কি এতো সুন্দর মেঘলা আকাশ টাকেও
টেনে ছিঁড়ে ফেলতে মন চায়?
মনে হয় কি সূর্যটাকে কান টেনে আকাশে ওঠাই?
আমি ঠিক বুঝতে পারছিনা
বেলী ফুলের গন্ধটাকেও
বিচ্ছিরি ডাস্টবিনের মতন লাগছে কেন?
এগুলো কি মিস করা অসুখ?
মিষ্টি সুরের দারুন গান টাকে
কেন বাসের বিকট হর্নের মতন লাগছে?
অসুখটার কি অদ্ভুত সব উপসর্গ ,
হাজার শব্দ বুকের ভিতর
অথচ কারোর কাছে বলতে ইচ্ছে করেনা।
আশ্চর্য তো!
কেমন অসুখ মিস করাটা ?
কেমন জ্বালা বলতো?
তোকে ছাড়া জীবন আমার
বেশ তো ভালো চলতো ।
ভালোবাসার অন্য পিঠে
মিস করা কি থাকে?
তুই ছাড়া এই জীবন টাকে
তেতো স্বাদের লাগে?
ভাবছি তোকে কক্ষনো আর
দেবো নাতো ছেড়ে।
মিসের থেকে মিসেস এবার
নিবিই বল করে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন