শুক্রবার, ৩ জুন, ২০১৬

সংসার







পহেলা জুন একটি রোদেলা সকাল থেকে
তেসরা জুনের সোনালী বিকেল পর্যন্ত
ঠিক যত ঘণ্টা, মিনিট আর সেকেন্ড হতে পারে
ততোটা সময় দেখিনি তোকে।

কারণ আমাদের অভিমান হয়েছে,
রাগ হয়েছে, ক্ষোভ হয়েছে।
কিন্তু গণ্ডমূর্খ ,
ভালোবাসা যেটা হয়েছে সেটা কি টের পাচ্ছিস?
ঠোঁট কাঁপছে সেই থেকে
একটা চুমুতে হবেনা,
বুকের ভিতর এক গহ্বর  ফাঁকা
তোর হাজার রাতের জড়িয়ে ধরাতেও
ভরবেনা,
চোখের ভিতর এক সমুদ্র জল
কত জীবন কাঁদলে হবে বল?
এক জীবনে হবেনা তো
ফুরাবেনা ঐ জল।
বরং একটা ওষুধ দিবি চল ।
দুনিয়াদারী সবটা ছেড়ে
পালাবি এই বুকে
রাগ অভিমান করবো নাতো
রাখবো চোখে চোখে।
মায়ার ভিতর বানিয়ে দেবো
চড়ুই এর সংসার
ঘণ্টা, মিনিট , সেকেন্ড যাবে
বুঝবি না তো আর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন