গ্রীষ্মে আসার কথা ছিল
কৃষ্ণচূড়ার পায়ে পায়ে
রোদের ভিতর শীতল ছায়া
জড়িয়ে দিয়ে গায়ে গায়ে।
গ্রীষ্মে তুমি এলেনা।
বললে তুমি বর্ষা আসুক
কদম আমার চাই
কদম বনে পথ হারাবো
চোখ যতদূর যায়।
বর্ষায় তুমি এলেনা।
সাদা কাশের তুলোয় ভোরে
মেঘের ভেলা ভাসে
শিউলি ফুলের গন্ধ বুকে
শরত চলে আসে।
শরতেও তুমি এলেনা।
বললে এবার ধানের সুবাস
প্রানের কথা কবে
পিঠে পুলির উৎসবেতে
দেখা হবেই হবে।
হেমন্তেও এলেনা।
ভাবছো বুঝি আসবে শীতে ?
শীতে এসো না।
বুনো ফুলের দেশে যাবো
আমায় পাবেনা।
কৃষ্ণচূড়ার পায়ে পায়ে
রোদের ভিতর শীতল ছায়া
জড়িয়ে দিয়ে গায়ে গায়ে।
গ্রীষ্মে তুমি এলেনা।
বললে তুমি বর্ষা আসুক
কদম আমার চাই
কদম বনে পথ হারাবো
চোখ যতদূর যায়।
বর্ষায় তুমি এলেনা।
সাদা কাশের তুলোয় ভোরে
মেঘের ভেলা ভাসে
শিউলি ফুলের গন্ধ বুকে
শরত চলে আসে।
শরতেও তুমি এলেনা।
বললে এবার ধানের সুবাস
প্রানের কথা কবে
পিঠে পুলির উৎসবেতে
দেখা হবেই হবে।
হেমন্তেও এলেনা।
ভাবছো বুঝি আসবে শীতে ?
শীতে এসো না।
বুনো ফুলের দেশে যাবো
আমায় পাবেনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন