সোমবার, ৩ মার্চ, ২০১৪

বর্ষায় খুঁজি ফাগুন



কেমন মিষ্টি মিষ্টি হাওয়া
বুঝি ফাগুন এসেছে।
সবুজে রঙিন দোলা
যেনো আগুন লেগেছে।

কাল পেরিয়ে গেলাম যে পথ
শুকনো বালির কণা।
আজ চলেছি সেই  পথে
সুবাস মাটিতে বোনা।

কুয়াশা ঢাকা যে আকাশ
কাল জানলা ঢেকেছে
আজ নানান বরণ রোদে
ঐ আকাশ সেজেছে।

লাল কৃষ্ণচূড়া গুলো
কিছু উঁকি দিয়েছে।
সুবাস নেইতো জানি
তবু প্রাণ তো ছুঁয়েছে।

মরার কোকিলটারই কথা
নাইবা মুখে নিলাম।
জানে সেইতো আমার ব্যাথা
কার অপেক্ষাতে ছিলাম।

সেই মধুর ফাগুন শেষে
কত বয়ে গেছে বেলা।
আমার শীতের সাথেই সন্ধি
কুয়াশার সাথে খেলা।

আমি অঝোর ধারায় এখন
বর্ষায় খুঁজি ফাগুন।
জানি আসবেনা সে ফিরে
বুকে যতই লাগুক আগুন।

৪টি মন্তব্য: