পথ তার ছেয়ে আছে আমলকী জারুলে
গাছ যেনো কথা কয় ঝিঙেফুল পারুলে।
পাখিগুলো উড়ে উড়ে যায় কোথা খেয়ালে
ফিরে ফিরে ঘুরে ঘুরে আসে বেলা ফুরালে।
বধূ হেঁটে যায় দূরে পায়ে মল ঝমাঝম
কলসীর জল সাথে সুর তোলে সারাক্ষণ।
চুলে তার গন্ধের রাজা আছে লুকিয়ে
মৌমাছি মধু যাচে যেন সেথা চুপিয়ে।
দূরে ওই আকাশটা ঘুমিয়েছে পাহাড়ে
সন্ধ্যের পিছু পিছু রাত নামে আহারে।
সাদা সাদা রূপো রূপো ঝরে পড়ে জোছনা
রাত্তির সেজে চলে নানা রঙে বর্ণা।
হাওয়া এসে ছুঁয়ে যায় থেকে থেকে শরীরে
মহুয়ার গন্ধ লুকোনো যে গভীরে।
সুখ সুখ ঘুম নামে দুচোখের আড়ালে
চাঁদখানা উঁকি দেয় মেঘখানা সরালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন