অন্যরকম মেঘের গায়ে
অন্যরকম রঙে
আসলে তুমি ভালোবেসে
অন্যরকম ঢঙে।
সেই মেঘেতে জারুল রঙের
স্বপ্ন আছে মাখা ,
সেই স্বপনে দিন রাত্তির
তোমার চোখে আঁকা।
সমুদ্দুরের জলের থেকে
নয়তো সে মেঘ সৃষ্টি ,
সুখ গুড়গুড় শব্দ সেথা
নেইতো ব্যাথার বৃষ্টি।
পানার ফুলের বেগুনী রঙে
অন্যরকম সাজে ,
জলের মেয়ে সাজবে নাকি
ঢাকবে ও মুখ লাজে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন