ঝিলেতে জলের কণা চিকচিক করে
সাদা বক খোঁজে মাছ যেনো চুপিসারে।
পদ্মপাতার পরে জমেছে শিশির
কুয়াশার সাথে তার সন্ধি নিবিড়।
ফিঙেদের নাচানাচি নয়ন জুড়ায়
পাকা ধান নিয়ে বধূ ঢেঁকিতে মাড়ায়।
ঝকঝকে সাদা রোদ রুপোলী আকাশ
গায়ে'তে দিচ্ছে দোলা পূবের বাতাস।
মৌমাছি দলছুট মাঠের পরে
গাছি ভাই নিয়ে রস ফিরছে ঘরে।
ঝাপসা সন্ধ্যা এসে নামলো হঠাত
চুপিচুপি জানালায় জোছনার রাত।
ফুটেছে তারার ফুল আঁধার গাছে
মাটির বুকেতে তার সুবাস নেমেছে।
Rita osadharon ..
উত্তরমুছুন