মেয়েটির শাড়ী নীল
আকাশের সাথে দেখা।
চোখের কোণেতে সবুজ
বৃক্ষের ছবি আঁকা।
আলতাবরণ হাত
যেনো টকটকে জবা লাল।
গভীর তাহার চুলের ভিতর
আঁধার তুলেছে পাল।
আঙুলেতে স্বর্ণলতা
সূর্যের রং যাচে।
নখের ডগায় রুপোলী ইলিশ
মোহনার স্রোত খোঁজে।
গ্রীবায় তাহার শান্তির ছোঁয়া
ডাহুক জিরায় সেথা।
কমলালেবুর ঠোঁটের মায়ায়
সরিছে দুঃখ ব্যাথা।
অঙ্গে অঙ্গে জোনাকির আলো
গাঁথিছে আলোর মালা
দেখিতে দেখিতে বুঝিনা কখন
ফুরায় যে মোর বেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন