বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪

শহর





ইট ,কাঠ ,সুরকির যান্ত্রিক এ শহরে
আকাশ'টা প্রতিদিন লুকোচ্ছে কোথারে ?

পাখিগুলো অস্থির খুঁজে চলে বৃক্ষ
হারিয়ে ছোট্ট নীড়  দুরু দুরু বক্ষ।

একটু সবুজ ছুঁতে প্রাণে ভারী ইচ্ছে
বিবর্ণ চারিধার; সবুজ হারাচ্ছে।

জল কোথা জল কোথা খুঁজি নদী সাগরে ,
ঝর্নার সন্ধানে চোখ যায় পাহাড়ে।

মেঘেদের কানাকানি পাহাড়ের মৃত্যু
আর যে হবেনা দেখা বৃষ্টির নৃত্য।

নিশ্বাসে বায়ূ নেই ,ধোঁয়া শুধু ধোঁয়া ,
বিশ্বাস কালো হয়ে খুন হয়ে যাওয়া।

যান্ত্রিক শহরের যন্ত্র জীবন
পালাচ্ছে প্রতিদিন ক্লান্ত এ মন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন