আজকে হঠাত নীলচে টিপে
সাজলে কেনো মিষ্টি মেয়ে ?
সমুদ্দুরের নীল কে বুঝি
হার মানাবে এদিক চেয়ে ?
নীলাম্বরী শাড়ির ভাঁজে
আকাশ টাকে রাখলে এঁকে,
বন্ধ হলো আকাশ দেখা
তোমার পানে চেয়ে থেকে।
হঠাত যেদিন চোখ রেখেছি
তোমার চোখের নীলাভ জলে ,
অপরাজিতার মাঠ খানা যে
হার মেনেছে সেই অতলে।
একটুখানি ছুঁতে গিয়ে
হাত রেখেছি কপোল জুড়ে ,
নীল পদ্ম উঠলো ফুটে
শিরার উপশিরার ভীড়ে।
এত্ত সুখের নীলের মাঝে
কষ্ট কি আর ফুরিয়ে গেছে ?
ভালবাসার নীল বেদনা
বলতে পারো কে দেখেছে ?
হারিয়ে আকাশ তোমার মাঝে
খুঁজতে নীলের সমুদ্দুর ,
অপরাজিতার মাঠ টি বলে
বন্ধু তুমি কোন সুদূর ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন