যখন শিউলী ফোটে পাগল হয়ে
একচিলতে উঠোন জুড়ে ,
শিশির হতে ইচ্ছে করে।
হলুদ সর্ষে মাঠের পরে এলিয়ে দিয়ে
মেঘ কালো চুল
আমার বড় প্রজাপতি হতে ইচ্ছে করে।
আমের বোলের মিষ্টি সুবাস
যখন ডাকে পথের পথিক
চৈতালি হাওয়া হতে ইচ্ছে করে।
ক্লান্ত গরুর গাড়ি যখন
পার হয়ে যায় ঘামভেজা পথ
আমার তখন জল খোঁজা চাতক হতে ইচ্ছে করে।
মেঘ গুলো সব পাহাড় খুঁজে
ঠিক যখনই বৃষ্টি নামায় ,
মেঘ্মায়াবী কদম হতে ইচ্ছে করে।
আর যখন তুমি আঁকড়ে ধরে চাদরটা তে
ওম খুঁজে নাও
আমি আর আমার মাঝে থাকিনা।
আমার খুব কুয়াশা হতে ইচ্ছে করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন