বুধবার, ৫ নভেম্বর, ২০১৪

আগন্তুকের ফেরার আশায়



রাত্তিরের ভয়ঙ্কর শব্দ গুলো
সকালের আলোতে কেমন অদ্ভুত পাল্টে যেতে থাকে।
সারা রাতের কুয়াশায় ভেজা শিউলী ঝরে পড়ে,
আর একখানা পথ হয়ে যায় আগন্তুকের।
আকাশ হঠাত রং পাল্টে নীলের থেকে নীলে গড়ায়।
মেঘ গুলো সব রং চোয়ানো
হাসতে থাকে গোধূলিবেলায়।
অপরাজিতার মাঠ খানা হয় সবুজ থেকে আরো সবুজ।
ওই সবুজে চলতে গিয়ে মানুষ হয়ে হয়না থাকা ,
প্রজাপতির ডানায় চড়ে  দূর অজানায় চলতে থাকা
হঠাত আকাশ পাড়ি দিতে পাখির সাথে যেইনা দেখা
বলে :মৌটুসী নামটি আমার ,
আমার সাথে যাবে একা ?
ভাবছি আমি কেমন করে পাখি হয়ে দেবো উড়াল ,
ঠিক তখনই নদীর কিনার ডাকে আমায় একটু আড়াল
তবেকি আমি নদী হবো ?
দেশ হতে দেশ দেশান্তরে
ঢেউ এর সাথে হারিয়ে যাবো?
চলতে পথে হঠাত কোনো মাছরাঙ্গা দের রঙের সাথে
আবার কোনো পাখি হয়ে পথ হারাবো 
পথ হারাবো ?
পথের মাঝে শুভ্র শাদা শিউলী যদি ডাকে আমায়
আমি নাহয় ফুলের দেশেই হারিয়ে যাবো। 
হারিয়ে যাবো ?
রইবো পড়ে পথের ধূলোয় আগন্তুকের ফেরার আশায়
রাত্রি শেষে ভোরের আওয়াজ আবার আমায় জাগিয়ে দেবে
পথের ধূলো মাড়িয়ে সে যে আমার পথেই পথ হারাবে।



















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন