থমকে চলা একলা পথে
একলা হেঁটে যায়।
কোন সে পথিক পথের ধূলায়
চিহ্ন রেখে যায় ?
চোখের ভিতর কি জানি তার
স্বপ্ন আছে ভাসা
ঠোঁটের কোণে ক্ষণিক হাসি
করছে যাওয়া আসা।
চলতে পথে ফুল কুড়িয়ে
নেয় সে বক্ষ জুড়ে ।
তৃষ্ণা তবু রইলো অটুট
পথের ধারে পড়ে।
রাত্রিশেষে গানের পাখি
মিষ্টি সুরে বলে ,
পথিক আমায় ভুলোনাকো
পথ ফুরিয়ে গেলে।
চাঁদের আলো ফুরিয়ে যখন
সকাল হয়ে আসে ,
আকাশখানা রঙিন হয়ে
হাতছানি দেয় হেসে।
মধুর হাওয়া লুটিয়ে পড়ে
পায়ের কোলে এসে
ধূলোর কাছে যায় যে বলে
পথ কি তবে শেষে ?
পথিক বলে নেইকো আমার
চলার কোনো শেষ
রইবে যত ফুল,পাখি আর
প্রজাপতির দেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন