বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

ভ্রম

মেঘ গুলো সব তুলো হয়ে
নেমেছে আজ কাশের বনে ,
অবাক আমি তাকিয়ে ভাবি
আকাশ কেনো ফুলের সনে ?

কামরাঙ্গা গাছ সবুজ সবুজ
যেই কাছে যাই ছুঁতে গিয়ে ,
হঠাত সবুজ দিলো উড়াল
আরে একি !ওরা টিয়ে।

আঁধার রাত্রি নামলো ভেবে
ডুব সাঁতারে তার মাঝারে
মিষ্টি সুবাস পেতেই বুঝি
নয়কো আঁধার ,চুল আহারে।

রঙিন প্রজাপতি ভেবে
যেই না ছোঁয়া মুখ খানি তার
হারিয়ে গেলো ,পালিয়ে গেলো ,
মানুষ সে যে ,রঙের বাহার। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন