সারাবেলা বড় অস্থির
মন যে কেমন করে।
বুক কেঁপে চলে তিরতির
ওই ছোট্ট পাখির তরে।
পাখি মেলছেতো ডানা দিনদিন
গুটিগুটি পায়ে চলছে।
বুঝি আদরের মাঝে প্রতিদিন
নিজেকেই খুঁজে নিচ্ছে।
"তুই ওখানটাতে বসে
অমন হা করে দেখিস কি ?
ওই রঙিন বাক্স এ সারাদিন
মন কেবলই হারায় কি ?
আজ থেকে খাওয়া বন্ধ
তুই যেমন ছিলিস থাক।
কেনো আমার পাখিটা দিনদিন
শুকিয়ে হচ্ছে কাঠ ?
কাজের মাঝে তো নেই মন
শুধু আকাশ পানেতে চাওয়া।
খাঁচার পাখির হয় কি
ওই আকাশের স্বাদ নেয়া ?
যারা চেঁচিয়ে আকাশ মাতায়
যা তাদের কাছেই যা।
ওরা বলবেই তোরে দেখিস
খেটে মরেই খা।
শিশু শিশু করে ওরা
যতই মরে মরুক ,
জানি ওদের বাড়ি ও খাঁচা
কেড়ে নিচ্ছে তোদের সুখ।"
"তুমি যতই ভয় দেখাও
দেখো গর্জে উঠেছে ওরা।
হবেই হবে একদিন
ওই দূরের আকাশে ওড়া।
শুরুই যখন হলো
শেষ আছে নিশ্চয়ই।
আমি অপেক্ষাতে আছি
একদিন তালা ভাঙ্গবই।"
Just osadharon, ami koyek baar porlam,
উত্তরমুছুনtui j eto porish...tuita amar bown holina kenore?
উত্তরমুছুন