'পুতুল , এত কম ঘুমোলে হবে ?
শরীর খারাপ করবেতো।
অত চাঁদ দেখাদেখি বন্ধ করতে হবে তোর।'
তুই কি করে জানলি?
'কোজাগরী পূর্নিমা হয়েছিলাম তোর বারান্দায়।'
'অমন বর্ষা আর নামবেনা বলেছে কেউ ?
একদিনে অত বৃষ্টিস্নান ?
অসুখ করলে কে দেখবে বলতো ?'
তুই কি করে জানলি ?
'এক টুকরো মেঘ হয়ে এসেছিলাম তোর ছাদে। '
'তোর কাজ আমি কিচ্ছু ভেবে পাইনাকো!
চৈত্রের অমন কাঠফাটা রোদ্দুরেও পাখির বাসা খুঁজতে হবে ?
কটা পেলি দুজনে মিলে ?'
তুই কি করে জানলি ?
'তোর উঠোনের সজনে গাছটার সাদা ফুল গুলো হয়েছিলাম।'
'একরাতে বেশ শৈত্য প্রবাহ বইছিলো।
অনেক শীত করছিলো তোর ?
ওখানেকি আমার বুকের চেয়ে বেশি উষ্ণতা ?
নাকি তুই উষ্ণ হবার ভান করছিলি?'
তুই কি করে জানলি?
'কুয়াশার সাথে বোঝাপড়া চলছিলো।'
'সমুদ্র কে সামনে রেখে কখনো মিথ্যে বলতে নেই।
সেদিন তোর নিশ্বাসে বিশ্বাস ছিলো কি ?
অমন সমুদ্রস্নানে মিথ্যে কেমন করে বললি ?
তুই কি করে জানলি?
'অবুঝ শামুকটা তোর শুভ্র সুন্দর পা দুটো রক্তাক্ত করেছিলো
তাকে চিনতে পারিসনি?'
'আমার সকল সুখ তুই খন্ডিত করেছিস।
আর কোনো সুখে ওকে জড়াতি।
আর কোনো ভালোলাগায় ?
ওকে কেনো বৃষ্টি দিলি ?
ওকে কেনো সমুদ্র দিলি?
ওকে কেনো পূর্নিমা দিলি?'
তুই কি করে জানলি ?
'ইচ্ছেঘুড়ির কাছে ।
তোর চোখের পাতায় ওড়াই।
প্রতিদিন।
তোর চোখ কাঁপে।
আর আমি বুঝি
মিথ্যে বলতে তোর খুব কষ্ট হয় পুতুল।'
ki osombhob bhalo shundor hoyeche kobitata ami bojhate parbona .. baar baar porleo jeno mon bhore na ..
উত্তরমুছুনbhalo o laagche aabar khuub kosto o hocchhe ..
উত্তরমুছুনei tui likhte na likhtei pore felish keno dushto meyeta...Shaoli Bhowmik
উত্তরমুছুনআসাধারন হয়েছে। তবে কবিতাটা পড়ে বুকটা খালি খালি লাগছে।
উত্তরমুছুন