কদম দিলে খোঁপায় ?
চাইনা ,চাইনা।
আনতে পারতে বেলী ,
অথবা হাসনাহেনা ?
বাদল দিনে নেইতো বাদল
সুবাস কোথায় ফুলে ?
বৃষ্টিভেজা কদম এনো।
খোঁপায় রাখি তুলে।
তোদের এত্তো কিসের ঝগড়াঝাটি ?
সাতসকালে এসে ?
ওরে গন্ধ কিসের ?
শিউলি নাকি ?
আশ্বিন এসে গেছে ?
শালিক গুলো কদিন হলো
জ্বালায় বড্ড বেশি।
ধান পাকলো নাকি ?
সুবাস কেনো ?
অঘ্রান এলো বুঝি ?
কুয়াশার ও সুবাস আছে।
অনুভবে পাই।
আমি গন্ধ কিনি
গন্ধ চিনি
যদি শিশির ঝরে গা'য়।
পৌষ এসছে দ্বারে
আজকে তারে
জানাই নিমন্ত্রণ।
মধুর রোদ্র ছটা
মাখবো গায়ে।
জানিয়ে দিও ক্ষণ।
একটা দুটো ছোট্ট কুঁড়ি
দিচ্ছে নাকি উঁকি ?
মাটি হাসছে কেনো ?
ঘ্রাণ আসছে কেনো ?
ফাগুন এলো নাকি ?
উউফ উড়িয়ে দিলো
প্রাণ হারালো
ঝড়ো হাওয়া বইছে।
আম কাঁঠালের গন্ধে বাতাস
বোশেখের কথা কইছে।
দৃষ্টি নেইতো কি হয়েছে ?
আছে গভীর দুটি চোখ।
আমার আঁধার কালো বারান্দাতেই
লুকিয়ে সকল সুখ।
আমি সুবাস কিনি
সুবাস চিনি।
সুবাস করি স্পর্শ।
লোকে যতই বলুক আঁধার,
আমার আলোয় ভরা বিশ্ব।
why dont u publish ur poems in magazines regularly ?? each and every poem is different and well standard. plz publish ur talent and go ahed .. lots of blessings 4 u ..
উত্তরমুছুনbujhte parchina still.amake valobashish bole tor emon hochche naki eta tor ekdom moner kotha?suggest me with the help of inbox dear...Shaoli Bhowmik
উত্তরমুছুন