বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪

হৃদয়ের থেকে দূরে



আমি তোমার তৃতীয় সংখ্যা ছিলাম।
লটারির মত স্বপ্ন
বুঝি পেয়ে যাবে কোনো রত্ন।

আমি খুব আশার একখানা সংখ্যা ছিলাম।
ভালবাসা ছিলো অল্প।
যন্ত্রণা ভরা গল্প।

আমি তোমার গর্ভের মাঝারে ছিলাম।
হৃদয়ের থেকে দূরে। 
শুধু কান্নার সুরে।

আমি তোমাকে খুনী বানিয়ে ছিলাম।
সহজ একটা হত্যা
কেড়েছে তোমার স্বত্তা।

আমি এই পৃথিবী টা একটু দেখতে চেয়েছিলাম।
তোমার হাত টি ধরে
স্নেহেতে ভর কোরে।

আমি ভেবেছিলাম  মানুষ মাত্রই পৃথিবী দেখতে পারে।
অথচ জন্ম আমার অভিশাপ।
হত্যা নয়তো পাপ।


সনাক্ত হবার আগ পর্যন্ত আমি খুব সুখী ছিলাম
কেবলই বাহারি ভাবনা।
মিষ্টি মধুর কল্পনা।


দিন তেমন করেই কাটতো?
খুব কি ক্ষতি হতো ?
কেনো গিয়েছিলে তুমি জানতে ?
রাজকন্যা নাকি রাজপুত্র ?











৩টি মন্তব্য:

  1. Ei lekhata porar jobnnoi onkdin wait kore chilam, ajke dekhe porar por montai kharap hoye gelo, sob jene bhjheo onek Meyerao kintu ei vul kore

    উত্তরমুছুন
  2. Hat's off Annie tomar ei poem-r janna. This poem has so much of depth... Maya hoi jormona ja Asirbad eta ekdin sobai bujba.....

    উত্তরমুছুন