শনিবার, ২২ মার্চ, ২০১৪

হঠাত বৃষ্টি



কাঠফাটা রোদ্দুর
সব যেনো জ্বলছে ,
তোকে ভারী প্রয়োজন
আসবি কখন যে ?

রিনিঝিনি রিনিঝিনি
নূপুরের ছন্দে ,
বিজলী চমক নিয়ে
আসবি কখন যে ?

ফুলগুলো দলছুট
কোথা যে হারাচ্ছে ,
পাতার সবুজ নিয়ে
আসবি কখন যে ?

সোঁদা মাটি গন্ধ
ছুঁতে প্রাণ চায় যে ,
ধূলো বালি ভিজিয়ে 
আসবি কখন যে ?

দুচোখ মেলেছে ডানা
ওই দূর আকাশে ,
চাঁদখানা ঢেকে তুই
আসবি কখন যে ?

পাখি তোরা ঘরে যা
প্রজাপতি ভিজছে ,
টুপটাপ ,ঝুপঝাপ ,
ওই যে সে আসছে।

আয় তোরা ছুটে আয় ,
ওই মেঘ ডাকছে।
হঠাত বৃষ্টি তাই
হঠাতই সে আসছে।

1 টি মন্তব্য:

  1. uff babba ... ei goromer moddhhe mone hocchhe 1 glass thanda shorbot kheye gola vejale jemon shanti, temon e ektu brishti pore charidik thanda howar shanti pacchhi tomar kobitai .. good 1 ..

    উত্তরমুছুন