শুক্রবার, ২১ মার্চ, ২০১৪

সানাই



পদ্মপুকুর ,পদ্মপুকুর ,
এখন কি তুই সুখী ?
কাদায় ভরা ফুল তুলতে
আসবেনা আর সখী।

বকুল ফুল ,বকুল ফুল ,
বকুল তলায় সুখ
কোঁচড় ভরে নেবোনা আর
দেবোনা তো দুখ।

ভুলুয়া রে ভুলুয়া তুই ,
সঙ্গে যাবি চল।
রাত বিরাতে ভাত চাইতে
পাবি কি আর বল ?

ডিঙ্গি রে মোর একলা ডিঙ্গি
একলা বাঁধা থাক।
এলো চুলে তুলতে শালুক,
কেও দেবেনা ডাক।

ঘুড়ি আমার ,নাটাই আমার ,
কোথায় তোদের রাখি ?
আকাশ আছে সবখানেতেই
সঙ্গে নেবো নাকি ?

মাটির গড়া পুতুল দুটো
ডাকছে কেনো আমায় ?
মেলার বাঁশি হারিয়ে গেছে ,
বাজছে কেবল সানাই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন