মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

নাগলিঙ্গম



যেখানে আমি গিয়েছিলাম
নাগলিঙ্গম এর মেলা বসার কথা ছিলো।
ফাগুনের বৃষ্টি  ছাড়া নাকি নাগলিঙ্গম ফোটেনা।
তার ফোটার প্রতীক্ষায় ছিলাম।

আমি কেমন ভীষণ অপেক্ষায় বাকরুদ্ধ
সে এসে কখন দাঁড়িয়েছে পাশে
চোখে চোখ করেছে বিদ্ধ।

বললে হেসে :"দেখছো কি গো ?
কিসের প্রতীক্ষায় ?
এই ফুলেরই সুবাস নিতে
একটু বৃষ্টি চাই।

ফাগুন মাসে বৃষ্টি বল সহজ বুঝি পাওয়া ?
ওই কঠিনেরে বেসেছি ভালো
ওই না পাওয়ারেই চাওয়া।

তাকিয়ে কেনো  মিষ্টি মেয়ে
নাগ কলির ঝাঁকে?
বৃষ্টি ছাড়া ওই কলি তো
ফুল দেবেনা তোকে।"

আমি শুনলাম ,শুনে হাসলাম।
চেয়ে রইলাম তার পানে।
সে ও বোঝেনি ,কভূ জানেনি
কবে ফুটেছে ফুল এ প্রাণে।    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন