পাঁচ বেলাতে হাত বাড়িয়ে তোমায় ছুঁতে চাই
কোথায় তুমি ?
দেখছিনা তো।
দেখার চোখ কি নাই ??
ভোরের ঘোরে
করুন সুরে,
যাই যে তোমায় ডেকে।
কবে অন্ধকারে প্রদীপ জ্বেলে
আসবে দূরের থেকে?
সন্ধ্যাবাতি জ্বালিয়ে খুঁজি
কোথায় তুমি আছো ?
রক্তজবা ফুল টি নিয়ে
বুকের ভিতর বাঁচো।
সিঁদুর মাখা ঢাকের সুরে
কখন গেলে চুমি ?
প্রসাদ পেতে আসন পাতি
কোথায় আছো তুমি ?
গীর্জা জুড়ে
ঘন্টা বাজে
মধুর মূর্ছনায় ,
আছোই তুমি।
জানি আমি।
সকল প্রার্থনায়।
অহিংসাতে ,মানবধর্মে
কোথায় আছো বল?
সবার মাঝেই
বিরাজ কর।
লুকিয়ে শুধু চল।
অন্ধকারে আলোক জ্বেলে
দাঁড়িয়ে আছো প্রভূ,
দেখা নাইবা হলো
আছোই তুমি।
একলা তো নই কভূ।
aamar khuub khuub bhalo legeche kobita ta , etto shundor kore guchiye prottek ta muhurter, aabeger, biswas er kotha explain korecho, j aamar mon bhore geche,
উত্তরমুছুনএই অন্ধকারে তারার আলোক জ্বেলে
উত্তরমুছুনদাঁড়িয়ে আছো প্রভূ,
দেখা নাইবা হলো
জানি আছোই তুমি
আমি একলা তো নই কভূ। ........................
কি মন্তব্য করবো বুঝতে পারছিনা। শুভ কামনা রইল। এভাবেই লিখে যান।