পাতাঝরা দিনগুলো কেমন অদ্ভুত,
কাটতেই চায়না।
অথচ সুবাসিত মুকুলের উত্সব ,
থাকতেই চায়না।
কোটি কোটি মুকুলের ভিড়ে
জানি সকলের নয় প্রস্ফুটন।
তবুও মুকুলই আমাকে শেখায়
হারিয়ে বাঁচার বেদন।
আমি সুবাসী আমের বোল ,
করি সুবাসিত মেঠো পথ ,
হেথা লুকিয়ে রেখেছি যতনে
না বলা কথা যে সব।
এই সুবাস ছড়ানো পথে
তোমার একবার চেয়ে দেখা
সেইখানে মোর জীবন
সেই সুবাসেই বেঁচে থাকা।
যা কিছু হারাবে হারাক
জানি সুবাস কথা কইবেই
প্রতি চৈতালী উত্সবে
দেখা হবেই বন্ধু হবেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন