ক্ষনিকের তরে দেখা দাও তুমি
ফুরায়না মোর আশ।
কেও দেখে হেথা সাতরং
আর আমি দেখি উচ্ছাস।
নদী ,ফুল ,পাখি ,প্রকৃতির মাঝে,
বিরাজ কর হে তুমি।
আমি ভাবি হায় ,
ছোঁয়া নাহি যায় ,
সেইখানে আছো তুমি।
দুরের আকাশে ,অর্ধবৃত্তে ,
সেতু কর নির্মাণ।
সবে বলে তারে রামধনু।
আমি বলি ভগবান।
রামের ধনুর সকল শক্তি
জড়াইয়া এক করি।
অসুন্দরের বাসনা ভঙ্গ
আমরা করিতে পারি।
লাল ,বেগুনী,আসমানী
আর কতটা আবীর চাই ,
কতটা আবীরে জড়ালে তোরা
রঙিন হবি সবাই ?
darun darun .. sotti e to ... sobar mon ta rongeen hole ki bhalo hoi bolo ..
উত্তরমুছুন